Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ মিনিটেই পদ্মা ব্যাংকের অ্যাকাউন্ট!


১৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৫

কাগজপত্রের ভোগান্তি ছাড়া ১ মিনিটেই অ্যাকাউন্ট খোলার নতুন পদ্ধতি নিয়ে এলো পদ্মা ব্যাংক লিমিটেড। পদ্মা ক্লিক মোবাইল অ্যাপের মাধ্যমে কাগজপত্রের ভোগান্তি ছাড়াই অ্যাকাউন্ট খুলছেন গ্রাহকরা। ভোগান্তি না থাকায় গ্রাহকদের সাড়াও মিলছে সেবাটিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক মিনিটে অ্যাকাউন্ট ক্যাম্পইন পদ্মা ব্যাংক শুরু করে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে। দুই দিনের এই ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পায় ব্যাংকটি। খোল হয় প্রায় দুই শ অ্যাকাউন্ট।

বিজ্ঞাপন

গ্রাহকরা জানান, আজকাল মানুষের প্রতিনিয়ত কর্মব্যস্ততা বাড়ছে। সংসার, ব্যবসা, চাকরিসহ নানা কাজের চাপে যখন তখন ব্যাংকে যাওয়ার সময় নেই। তবে পদ্মা ব্যাংকের নতুন পদ্ধতিতে সহজেই অ্যাকাউন্ট খোলার সুবিধা থাকায় গ্রাহকরা উপকৃত হচ্ছেন।

ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, কয়েকমাস ধরেই একটি ডিপিএস অ্যাকাউন্ট করব বলে ভাবছিলাম। ব্যাংকে অ্যাকাউন্ট খোলায় সময় বিভিন্ন কাগজপত্র, ছবি সঙ্গে নিয়ে যেতে হয়। সবসময় কাগজপত্র সঙ্গেও থাকে না। তাছাড়া ব্যবসায়ী কাজে নানান ব্যস্ততার কারণে ব্যাংকে যাওয়ার সময় হয়েও হচ্ছে না। ফলে ডিপিএস অ্যাকাউন্ট খোলাটা একটু পিছিয়ে পড়েছিল। তবে পদ্মা ব্যাংকের নতুন পদ্ধতিতে এতো স্বল্প সময়ে খুব সহজেই অ্যাকাউন্ট খোলা যায় এটা জানা ছিলো না।

পদ্মা ব্যাংকের এসইভিপি অ্যান্ড হেড অব বিজনেস জাবেদ আমিন বলেন, ‘আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ও গ্রাহকদের আস্থা ফেরাতে আমরা প্রতিশ্রুতিবন্ধ। গ্রাহকদের অ্যাকাউন্ট ওপেনিংয়ে সহজ করতে আমরা পদ্মা মোবাইল অ্যাপ লঞ্চ করেছি। গ্রাহক সাড়াও ভালো পাচ্ছি।

বিজ্ঞাপন

পদ্মা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট খোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর