বিশ্ব বাঙালি পুরস্কার পেলেন কীর্তিমান ৫ জন
১৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়: জাতিকে মুক্তচিন্তা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধকরণ, ভাষা-সংস্কৃতি রক্ষার আন্দোলনে বিশেষ অবদান এবং উন্নত জাতি গঠন প্রক্রিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ও ভারতের কীর্তিমান পাঁচজন বাঙালিকে ‘বিশ্ব বাঙালি পুরস্কার-২০১৯’ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ব বাঙালি সংঘ (বিবাস) আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
নতুন প্রজন্মকে মুক্তচিন্তা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে জাতি গঠনে বিশেষ অবদান রাখায় ঢাকা বিশ্ববদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ভারতের বিহারের মানভূম ভাষা আন্দোলনে অবদান রাখায় ইতিহাসবিদ অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায়, শিক্ষার্থীদের বই পড়া আন্দোলনে যুক্ত করে উন্নত জাতি গঠন প্রক্রিয়ায় অবদান রাখায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, ভূ-ভারতে ভাষা-সংস্কৃতি রক্ষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় ভাষাযোদ্ধা কবি পার্থ সারথি বসু এবং আসামে সর্বহারা বাঙালিদের পক্ষে কলম ধরায় লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক তপোধীর ভট্টাচার্যকে এই সম্মাননা দেওয়া হয়।
সংঘের আচার্য রাজু আহমেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক মুক্তিযোদ্ধা ফরজ আলী, সংঘের সমন্বয়ক মজিব মহম্মদ, সালমা বাণী প্রমুখ।