চসিকে আ.লীগের কাউন্সিলর প্রার্থী যারা
১৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৮
ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করা হয়।
পরে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে চসিক নির্বাচনে ৪১টি ওয়ার্ডের দল সমর্থিত কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়। একনজরে দেখে নিন, এই নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সমর্থন পাচ্ছেন যারা—