Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ চালকের মৃত্যু, আহত ১০


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪৭

কক্সবাজার (চকরিয়া): চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খুটাখালী মেধাকচ্ছপিয়া মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও ট্রাকের সংঘর্ষে দুই গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী হানিফ চেয়ারকোচের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে দু ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

কক্সবাজার সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর