রাজধানীতে অস্ত্র ও ইয়াবাসহ পুলিশের এসআই আটক
১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩০
ঢাকা: রাজধানীর গাবতলী থেকে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দারুস সালাম থানা পুলিশ তাকে আটক করে। দারুস সালাম থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই সাব-ইন্সপেক্টরের নাম জলিল মাতব্বর। সে নারায়ণগঞ্জ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে বদলি হয়ে গোপালগঞ্জ যাচ্ছিল।
দারুস সালাম থানা সূত্রে জানা গেছে, জলিল মাতব্বরকে গাবতলী থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, ২৭ রাউন্ড গুলি, ২টা ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘এ রকম একটি খবর আমরা পেয়েছি। বিস্তারিত এখনও জানা যায়নি। মাদক ও অস্ত্র পাওয়ার মতো কোনো ঘটনা যদি ঘটে থাকে তবে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’