Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ‘বিতর্কিত’ নির্বাচন, আশরাফ ঘানিকে বিজয়ী ঘোষণা


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২২

আফগানিস্তানের বিতর্কিত এক প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তবে, আশরাফ ঘানির মূল প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আব্দুল্লাহ এই ফলাফল প্রত্যাখান করে নিজেকে বিজয়ী বলে দাবি করেছেন। খবর রয়টার্স।

এর আগে, ত্রুটিপূর্ণ বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে ভোটগ্রহণ, ভোটকেন্দ্রে হামলা, যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এদিকে, আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, ওই নির্বাচনে আশরাফ ঘানি ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন। এবং ৩৯.৫২ শতাংশ ভোট পেয়ে আশরাফ ঘানির নিকটতম প্রতিদ্বন্দি হয়েছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ।

কিন্তু, আব্দুল্লাহ আব্দুল্লাহ দাবি করেছেন জোটবদ্ধভাবে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু ষড়যন্ত্র করে তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে আব্দুল্লাহ আব্দুল্লাহ রয়টার্সকে জানিয়েছেন, নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করেছেন, তা ভোট ডাকাতির ফলাফল। গণতন্ত্র ও মানুষের অধিকারের বিরুদ্ধে ক্যু এর ফলাফল।

তবে, নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ ঘানির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে, আফগানিস্তানের তালেবান বিদ্রোহীদের পক্ষ থেকে এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করা হয়েছে। তারা জানিয়েছে, আশরাফ ঘানি নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করলে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্থ হবে।

আফগানিস্তান আব্দুল্লাহ আব্দুল্লাহ আশরাফ ঘানি টপ নিউজ প্রেসিডেন্ট নির্বাচন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর