Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনশুমারি নির্ভুল করতে ম্যাপিং ও জোনাল অপারেশন হবে


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৭

ঢাকা: জনশুমারি নির্ভুল করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর অংশ হিসেবে ম্যাপিং ও জোনাল অপারেশন করা হবে। এ উদ্যোগকে সফল করতে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে দুই দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো.শহীদুল ইসলাম ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) খলিল আহমদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক জাহিদুল হক সরদার।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের জনশুমারি সুষ্ঠু ও সুন্দর করতে ঢাকা বিভাগকে ২ ভাগে ভাগ করা হয়েছে। বড় জেলাগুলোকে ভাগ করে ১৩৩টি শুমারি জেলা এবং ৩ হাজার ২০০টির উপর জোন ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হবে। এবার মাল্টিমোড ব্যবহার করা হবে।

মূল প্রবন্ধে জাহিদুল হক সরদার জানান, এবার জনশুমারি থেকে কোনো মানুষ গণনা যেন বাদ না পড়ে এবং কোনো মানুষ যাতে দুবার গণনার মধ্যে না আসে সেজন্য জিও কোড ব্যবহার করা হবে। এ জন্য বিভাগীয় পর্যায়ে বৈঠক করে মতবিনিময় হচ্ছে। দেশের পুরো প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। এবার ই-সেনসাচ হওয়ায় অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, জনশুমারি নিয়ে সারাদেশে জন জোয়ার সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়নের চিত্র উঠে আসবে এ শুমারির মাধ্যমে। গত বছরের ২৯ অক্টোবর প্রকল্পটি অনুমোদন হওয়ার পর থেকে আমরা কাজ করে যাচ্ছি। সরকার পরিসংখ্যান কর্মকর্তাদের জন্য অনেক কিছুই দিয়েছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। দেশের জন্য সরকারের জন্য অনেক কিছুই করার আছে।

বিজ্ঞাপন

জনশুমারি জোনাল অপারেশন ম্যাপিং

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর