Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরঞ্জাম কিনে টাকা আত্মসাৎ, সাবেক সিভিল সার্জন কারাগারে


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৫

চট্টগ্রাম ব্যুরো: হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-১ এর বিচারক শেখ আশফাকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ সারাবাংলাকে জানান, অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সিভিল সার্জন নিম্ন আদালতে আত্মসমর্পনের শর্তে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে গত সপ্তাহে তিনি চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

বুধবার ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি করেন।

৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় বাবুল ছাড়া অন্য আসামিরা হলেন আবদুর রব, মঈন উদ্দিন মজুমদার ও বিজন কুমার নাথ এবং জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদ। এদের মধ্যে প্রথম তিনজন চিকিৎসক আর অন্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী।

২০১৪ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এ দুর্নীতি হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ আছে।

চট্টগ্রামের সিভিল সার্জন টপ নিউজ সরফরাজ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর