Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অটোভ্যানকে বাসের ধাক্কা, নিহত ২


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০২

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকের হাজীপুরে বাসের সঙ্গে অটোভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-জয়পুরহাট সড়কের কিচকের হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বগুড়া থেকে জয়পুরহাটগামী একটি বাস শিবগঞ্জের কিচকের হাজীপুরে পৌঁছলে উল্টোদিক থেকে আসা একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় অটোভ্যানটি রাস্তার একপাশের খাদে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও আরেক পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার শহীদুল (৫০) ও অটোভ্যান চালক দেলবর (৪৭) মারা যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, বাসে চালক-হেলপার ছাড়া কোনো যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশের রেকার দিয়ে তোলা হয়েছে।

অটোভ্যান বাসের ধাক্কায় মৃত্যু শিবগঞ্জ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর