Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা; স্বামী আটক


১৯ ফেব্রুয়ারি ২০২০ ০২:০০

রাজধানীর মতিঝিলের আরামবাগের একটি বাসায় ছবি কুড়ি (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্বামী গোপাল চন্দ্র কুড়ি (৭৩) আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে আরামবাগ ১৮২/এ নম্বর বাড়ির চারতলায় নিজ ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকালে মতিঝিল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধারে যায়। সেখান থেকে স্বামী গোপাল চন্দ্রকে আটক করে হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে গোপাল  চন্দ্রকে আটক করা হয়। তিনি নিজেই হত্যা কান্ডের কথা স্বীকার করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। সেটি দেখে মনে হচ্ছে  ধারালো অস্ত্রের আঘাত।

এসআই আরো জানান, স্বামী-স্ত্রী তাদের নিজ বাসায় থাকতেন। তাদের তিন মেয়ে। বড় মেয়ে টুম্পা ও ছোট মেয়ে রুমকি থাকে ভারতে। আরেক মেয়ে চুমকি থাকে অস্ট্রেলিয়ায়। আগে থেকে স্বামী-স্ত্রীর নানা রোগে আক্রান্ত ছিল।

তিনি আরো বলেন, গোপালের বাড়ি মাগুরা সদর উপজেলায়। মতিঝিলে কুড়ি এন্ড কোং এর কেমিকেল রিচার্জ কোম্পানীর মালিক সে। তারা স্বামী-স্ত্রী দুজনই অসুস্থ্য। গোপালই বেশি অসুস্থ্য। তিনি সব সময় বলতেন তিনি মারা গেলে তার স্ত্রীকে কে দেখবেন। এজন্য তিনি ভোরে তার স্ত্রীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। এসময় তার ডান হাতেও একটু কেটে গেছে। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

কুপিয়ে হত্যা বৃদ্ধা হত্যা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর