Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় মন্দিরের ভেতর ঝুলছিল সেবাইতের মৃতদেহ


১৮ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০২

ভোলা: ভোলার একটি মন্দিরের ভেতর থেকে নির্মল ভট্টাচার্য্য (৬০) নামে এক সেবাইতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নির্মল খুলনার পাইকগাছা থানার হরিঢালী গ্রামের বৈদ্যনার্থ ভট্টাচার্যের ছেলে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ভোলার শহরের খাল পাড় এলাকার শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত প্রায় ২ বছর ধরে ভোলার শহরের খাল পাড় সংলগ্ন তরকারি বাজার এলাকার শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরের সেবাইতের দ্বায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মন্দিরে কর্মরত এক নারীর সঙ্গে তার ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে তা হাতাহাতিতে রুর নেয়। বিয়ষটি নিয়ে ওই নারী মন্দির কমিটির কাছে অভিযোগ করেন। পরে মন্দির কমিটির লোকজন সেবাইত নির্মল ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন এবং ঘটনাটি নিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বৈঠক করার কথা বলে চলে যান। এরপর রাত ৯ টার দিকে মন্দিরের লোকজন নির্মলে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি কি আত্মহত্যা না অন্য কিছু তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বলা যাবে।

তদন্তের জন্য ওই মন্দিরের প্রতিটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান ওসি।

 

 

আত্মহত্যা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেবাইতের মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর