Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ২


১৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:০০

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ঢাকা ম্যাচ এলাকার একটি বাসায় গ্যাসের আগুন থেকে দুইজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, হাফিজুল (২০) ও মো. সজিব (২৪)। এরা দুজনেই ওই এলাকার একটি লেদ কারখানার কর্মচারী। হাফিজুল খুলনার পাইকগাছা উপজেলার ইসমাইল হোসেনের ছেলে এবং সজিবের বাবার নাম মো. রিপন মিয়া। তার বাড়ি শরিয়তপুর নড়িয়া উপজেলার।

ঢাকা ম্যাচ এলাকায় মেজবাহ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন এরা দুজন।

প্রতিবেশী মো. জাকির হোসেন জানান, হাফিজুল ও সজিব ঢাকা ম্যাচ এলাকার একটি লেদ ওয়ার্কশপের কর্মচারী। ওই এলাকারই একটি টিনসেড বাসায় থাকেন। বিকেলে কাজ শেষে বাসায় ফেরেন দুজন। এরপর রান্না করার জন্য চুলায় আগুন জ্বালাতেই চুলা থেকে গ্যাসের লাইনটি ছুটে গিয়ে বিস্ফোরিত হয়। এতে তারা দুইজনই দগ্ধ হন। পরে প্রতিবেশীরাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দুজনেরই হাত, মুখ, পা সহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। এখন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিদগ্ধ গ্যাসের চুলা থেকে বিস্ফোরণ টপ নিউজ দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর