ধর্ষণের ফলে জন্ম শিশুটির দায়িত্ব নিতে রাষ্ট্রকে নির্দেশ
১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:০১
ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল ঘরামী (২৮) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণের দায়িত্ব নিতে রাষ্ট্রের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় দেন।
রায়ে সোহেল ঘরামীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু। তিনি জানান, ধর্ষণের কারণে ওই কিশোরী একটি সন্তানের জন্ম দেয়। সেই সন্তানের বয়স এখন পাঁচ বছর। শিশুটির ভরণপোষণসহ সব ধরনের দায়িত্ব নিতে রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত সোহেল ঘরামী তেতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে থেকে জানা যায়, ২০১২ সালের ৩ মে সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক কিশোরীকে ধর্ষণ করেন সোহেল। এতে ওই কিশোরী অন্তসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকার করে সোহেল। এ ঘটনায় কিশোরীর বাবা ওই বছরের ১৭ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত নলছিটি থানার ওসিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। পুলিশের প্রতিবেদন পাওয়ার পরে আদালত সোহেলের বিরুদ্ধে ২০১৩ সালের ১৮ নভেম্বর অভিযোগ গঠন করেন।
দীর্ঘ শুনানি ও ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দিলেন।