মাতৃভাষায় পঞ্চম, ভাষাভাষীর সংখ্যায় সপ্তম বাংলা
১৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:১৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪৪
আপনি হয়তো সৌভাগ্যবান, যে—এই লেখাটি পড়ছেন মাতৃভাষায়। আর বিশ্বে যতগুলো ভাষা আছে, ভাষাভাষীর সংখ্যার হিসাবে সপ্তম স্থানে রয়েছে আপনার ভাষা। বিশ্বজুড়ে প্রায় সাড়ে ২৬ কোটি মানুষ এই ভাষায় কথা বলে। সঠিক সংখ্যায় বললে সারাবিশ্বে ২৬ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৪৮০ জন বাংলায় কথা বলে। সেই হিসেবে বাংলা বিশ্বের পঞ্চম বৃহৎ মাতৃভাষা।
সম্প্রতি ‘ওয়ার্ড টিপস’ বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ১০০টি ভাষার একটা তালিকা তৈরি করেছে। সেখানে মোট জনসংখ্যার হিসেবে বাংলা বিশ্বের সপ্তম ও মাতৃভাষার জনগোষ্ঠীর হিসাবে পঞ্চম অবস্থানে রয়েছে।
তবে জনসংখ্যার হিসাবে শীর্ষ ১০০ ভাষার মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক ভাষা। যেখানে
১ কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চাটগাঁইয়া ভাষা অবস্থান করে নিয়েছে ৮৮ নম্বরে। আর ১ কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেটির অবস্থান ৯৭তম।
মাতৃভাষার জনগোষ্ঠীর সংখ্যায় পঞ্চম স্থানে রয়েছে বাংলা ভাষা
মাতৃভাষার জনসংখ্যার হিসেবে সবচেয়ে বেশি মানুষ কথা বলে চীনের মান্দারিন ভাষায়। এর জনসংখ্যা রয়েছে ১১১ কোটি ৬৫ লাখ। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্প্যানিশ। মাতৃভাষা হিসেবে স্প্যানিশে কথা বলে প্রায় সাড়ে ৫৩ কোটি মানুষ। এর পরে রয়েছে যথাক্রমে ইংলিশ, হিন্দি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানিজ, পশ্চিম পাঞ্জাবি ও মারাঠি।
বিশ্বজুড়ে ভাষাভাষীর সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা
মাতৃভাষার জনগোষ্ঠী ছাড়াও বিশ্বজুড়ে ব্যবহারকারীর সংখ্যার হিসাবে ইংলিশে সবচেয়ে বেশি (১১৩ কোটি) মানুষ কথা বলে। এর পরে রয়েছে মান্দারিন চাইনিজ, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, স্ট্যান্ডার্ড অ্যারাবিক, বাংলা, রুশ, পর্তুগিজ ও ইন্দোনেশিয়ান ভাষা।