Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের ঝগড়া থেকে বড়দের মারপিট, নারীর মৃত্যু


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের লেদা শরণার্থী শিবিরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বড়দের ঝগড়া ও মারপিটের পর এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।

নিহত নারীর নাম নূর নাহার (৪০)। তিনি লেদা ক্যাম্পের নূর আলমের স্ত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

নূর আলম জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই ক্যাম্পের ফেরদৌসি ও আল মরিজানের সঙ্গে তার স্ত্রীর নূর নাহারের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে ব্যাপক মারধর করা হয়। পরে মারা যান তিনি।

লেদা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির জানান, শিশুদের ঝগড়া থেকে মারপিটের সূত্রপাত বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রোহিঙ্গা ক্যাম্প শিশুদের ঝগড়া

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর