র্যাবের অভিযানে ৮ মাদক ক্রেতা-বিক্রেতা গ্রেফতার
১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৮
ঝালকাঠি: ঝালকাঠিতে অভিযান চালিয়ে ৮ মাদক ক্রেতা-বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৮। এসময় উদ্ধার করা হয় ৪৭ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় নলছিটি থানাধীন আমিরাবাদ এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদকে জড়িতরা হলেন, মো. জসিম হাওলাদার (২৮), মো. জামাল খান (৬০), মো. কামরুল ইসলাম (৩৯), আওলাদ হোসেন মৃধা (৪৮), মো. সেলিম হাওলাদার (৩২), মো. মিজানুর রহমান (৩৬) মো. মিরাজ হাওলাদার (৩৪), মো. জলিল তালুকদার (৬২)। তারা বরিশাল ও ঝালকাঠির বাসিন্দা।
র্যাব জানায়, গোপন নলছিটি থানা এলাকায় মাদক ব্যবসা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় র্যাব। মাদক ক্রয়-বিক্রয় অবস্থায় আটক করা হয় ৮ জনকে। তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের প্রায় ৫০ হাজার টাকা।
এই ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।