Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছি, খেতে নয়: পরিকল্পনামন্ত্রী


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২১

ঢাকা: ‘কচুরিপানা’ প্রসঙ্গে নিজের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিষয়টি নিয়ে তিনি গবেষণার আহ্বান জানালেও তিনি যেভাবে কথা বলেছিলেন, গণমাধ্যমে সেভাবে বিষয়টি আসেনি বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় মন্ত্রী ‘কচুরিপানা’ প্রসঙ্গে তার বক্তব্যের ব্যাখা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী কচুরিপানা নিয়ে গবেষণার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কচুরিপানার পাতা তো গরু খায়। তাহলে আমরা খেতে পারব না কেন? এটা নিয়ে গবেষণা করা প্রয়োজন।

সে প্রসঙ্গে মঙ্গলবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, যেকোনো বিষয় নিয়ে গবেষণা করা যেতে পারে। এ বিষয়ে গবেষদের পরামর্শ দেওয়ার কথা যেভাবে বলা হয়েছে, গণমাধ্যমে সেভাবে আসেনি।

তিনি বলেন, ‘আমি এই বাংলার মানুষ। আমি কিভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি? তাহলে আমি কি কচুরিপানা খাই? আপনারাই বলেন। গবেষণা তো কত কিছু নিয়েই করা যায়। আমি শুধু কচুরিপানা নয়, কাঁঠাল ছোট করার বিষয়েও আমার গবেষকদের গবেষণা করতে বলেছি।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে। ওখান থেকে অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। কৃষিসহ অন্য ক্ষেত্রে গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়েছি। এরপর হাসতে হাসতে রসিকতা করে আমি গবেষকদের বললাম, আর কচুরিপানার কিছু করা যায় কি না দেখেন। পাশ থেকে একজন গবেষক বললেন, কচুরিপানা গরু খায় স্যার। তখন গবেষকদের কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছি। আমি আবারও বলছি, কাউকে খাওয়ার জন্য বলিনি।

বিজ্ঞাপন

এম এ মান্নান বলেন, মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করব প্রিয় সাংবাদিকরা, দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ, স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেওয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝে শুনি লিখি।

পরে সংবাদ সম্মেলনে নিউজ ভুলভাবে উপস্থাপন করার জন্য সাংবাদিকেরা দুঃখপ্রকাশ করেন মন্ত্রীর কাছে।

কচুরিপানা টপ নিউজ পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর