Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্মেন্টসহ সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৩

ঢাকা: সারাদেশের গার্মেন্টসহ সব কল কারখানায় মায়েদের জন্য ব্রেষ্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন করে আগামী দুই মাসের মধ্যে শ্রম সচিবকে রিপোর্ট দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।

এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত বছরের ২৭ অক্টোবর এক রিট আবেদনের প্রেক্ষিতে সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিমানবন্দর, বাসস্টেশন, রেলস্টেশন, শপিং মলে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

এ আদেশের পরে দেশের ছয়টি রেল স্টেশন, বিমানবন্দর, সদরঘাট নৌ বন্দরে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়।

তারই ধারাবাহিকতায় আবার আইনজীবীরা গার্মেন্টসসহ সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন চেয়ে সম্পূরক আবেদন করেন। পরে আদালত এ আদেশ দেন।

মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর