Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সাবেক মন্ত্রী রহমত আলীর জানাজা সম্পন্ন


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৪

গাজীপুর: গাজীপুরের বর্ষীয়ান নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে জানাজা নামাজ সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাখান, গাজীপুর সিটি করপোরেশন মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম। আরও ছিলেন মরহুমের দ্বিতীয় পুত্র জামিল হাসান দুর্জয়সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

বেলা ১১টায় ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আরও একটি জানাজা ও বিকেল ৩টায় শেষ জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট মো. রহমত আলী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গাজীপুর নামাজে জানাজা মো. রহমত আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর