Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুইটার অ্যাকাউন্ট লকড, জবাব চায় উইকিলিকস


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৩

বিশ্বব্যাপী রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অপ্রকাশিত নথি জনসম্মুখে এনে আলোচনায় আসা ওয়েবসাইট উইকিলিকসের টুইটার অ্যাকাউন্ট রহস্যময় কারণে লকড করে রেখেছে কর্তৃপক্ষ। উইকিলিকসের প্রতিষ্ঠাতা সম্পাদক ব্রিটেনে কারাবন্দি জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করার সিদ্ধান্তের শুনানি হওয়ার কয়েকদিন আগে, কেনো টুইটার উইকিলিকসের অ্যাকাউন্ট লকড করে রেখেছে তা জানতে চেয়েছেন উইকিলিকসের প্রধান সম্পাদক ক্রিস্টিন হার্ফান্সসন। খবর আরটি নিউজ।

বিজ্ঞাপন

ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক টুইটে ক্রিস্টিন বলেছেন, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই, অ্যাসাঞ্জের প্রত্যর্পণ শুনানির আগে উইকিলিকসের টুইটার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কেনো লকড করে রাখা হয়েছে। এ সমস্যা সমাধানে তিনি কেউ সাহায্য করতে পারবেন কি না, তাও জানতে চেয়েছেন।

এছাড়াও ওই পোস্টে টুইটার সাপোর্ট এবং টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সেকে মেনশন করেছেন ক্রিস্টিন।

এদিকে, উইকিলিকসের ওই টুইটার অ্যাকাউন্ট থেকে সর্বশেষ ৯ ফেব্রুয়ারি পোস্ট প্রকাশ করা গেছে। সেই পোস্টে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জোরপূর্বক যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে বন্দি হিসেবে প্রত্যর্পণ করার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

প্রসঙ্গত, লন্ডনের ইকুয়েডর দূতাবাসের ভেতর থেকে রাজনৈতিক আশ্রয়ে থাকা জুলিয়ান অ্যাসাঞ্জকে আটক করে যুক্তরাজ্যের একটি জেলে রাখা হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে কয়েকদফা আদালতেও হাজির করা হয়েছে। আরেকটি মামলায় তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আদালতে হাজির করা হবে কি না, তা নিয়ে শুনানির অনুষ্ঠিত হবে লন্ডনের আদালতে।

উইকিলিকস জুলিয়ান অ্যাসাঞ্জ টুইটার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর