কর্ণফুলীতে ভেসে উঠল নিখোঁজ মা-ছেলের মরদেহ
১৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৬
রাঙ্গামাটি: ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় কর্ণফুলী নদীতে নিখোঁজ মা-ছেলের মরদেহের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের চারদিন পর মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীর সরফভাটা এলাকায় নিখোঁজ মা-ছেলের মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা।
মৃত টুম্পা মজুমদার (৩০) ও তার ছেলে বিজয় মজুমদার (৫) চট্টগ্রামের জোরারগঞ্জ থানার হরিপুর মজুমদার বাড়ির রাজিব মজুমদারের স্ত্রী ও সন্তান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল জানিয়েছেন, কাপ্তাইয়ে নৌকা ডুবির ঘটনায় মঙ্গলবার সকালে মরদেহ দু’টি দেখতে পেয়েছেন স্থানীয়রা। আমি সকাল দশটার দিকে মরদেহের খবর জেনেছি। ওখানে স্থানীয়রা উপস্থিত আছেন। বিষয়টি রাঙ্গুনিয়া প্রশাসন দেখবেন।
প্রসঙ্গত, গত শুক্রবার চট্টগ্রামের নন্দনকানন রাধামাধব মন্দির হতে সড়কপথে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ১২৭ জন সদস্য তীর্থ ভ্রমণে কাপ্তাই উপজেলার শীলছড়িতে আসেন। তীর্থ ভ্রমণে এসে দলটি কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদী ভ্রমণে বের হয়। তীর্থযাত্রীদের নৌকা ডুবির ঘটনায় শুক্রবার বিকেলেই দেবলিনা দে (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দেবলিনা দে চট্টগ্রাম কোতয়ালী থানার হাজারিগলি এলাকার রতন দে এর কন্যা।
এ ঘটনায় রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।