কভিড-১৯: প্রাণ গেল উহানের হাসপাতাল পরিচালকেরও
১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৯
করোনাভাইরাসে সৃষ্ট কডিভ-১৯ এর বিরুদ্ধে দিন রাত লড়ে যাচ্ছিলেন উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং। লড়াই করতে করতে কখন যে প্রাণঘাতী এই রোগ তার শরীরে দানা বেধে বসেছে তিনি তা ঠাউর করতে পারেননি। সবাইকে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে তিনিই হার মেনে বসলেন এই রোগের কাছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ঝিমিং। তার হাসপাতাল থেকে অনেকে সুস্থ হয়ে ফিরে গেলেও তিনি নিজে ফিরলেন লাশ হয়ে।
উচ্যাং হাসপাতালের সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, লিউ’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা। একজন চিকিৎসক জানিয়েছেন, লিউ বেশ সুস্থ-সবল মানুষ ছিলেন। করোনাভাইরাস তাকেও কেড়ে নেবে, ভাবতে পারছেন না কেউ।
তবে তার মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একই হাসপাতালের একজন নার্স কডিভ-১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।