মুন্সীগঞ্জে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু
১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৮
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়ছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সামিউল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মেলায় ২২টি স্টল অংশ নিয়েছে। মেলা চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
উদ্বোধনী দিন থেকেই মেলাতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় বড় ও ছোটদের উপযোগী গল্প ও কবিতার বইয়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে অনেক মুক্তিযুদ্ধের ইতিহাসের বই।