Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


১৮ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁরা আলোচনা করেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে জানান, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিশেষ করে সম্প্রতি তাঁর ইতালি, সংযুক্ত আরব আমিরাত এবং স্পেন সফর নিয়ে আবদুল হামিদের সঙ্গে আলোচনা করেন।’

তিনি আরও জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দরবার হলে প্রবেশ করেন এবং মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

এরপর প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যদের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর