রাবিতে সান্ধ্যকোর্স বন্ধ হচ্ছে না এখনই
১৭ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে চলমান সান্ধ্যকোর্স বন্ধ করার সুপারিশ এখনই করতে পারেননি যৌক্তিকতা যাচাইয়ে গঠিত কমিটির সদস্যরা। এই কমিটির দুইটি সভায় যে আলোচনা হয়েছে, তার আলোকে আপাতত এসব কোর্স চালু রাখার পক্ষেই মত এসেছে। পরবর্তী সময়ে ধীরে ধীরে সান্ধ্যকোর্স বন্ধ করা যেতে পারে বলে জানিয়েছেন তারা। আগামী ২০ ফেব্রুয়ারি কমিটির বৈঠক থেকে এ বিষয়ে চূড়ান্ত সুপারিশমালা তৈরি করা হবে।
সান্ধ্যকোর্সের যৌক্তিকতা যাচাই কমিটির সদস্য ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহা জেসমিন এ প্রসঙ্গে বলেন, কমিটি এরই মধ্যে দুইটি সভায় বসেছে। সভায় পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে। তবে যেটুকু সিদ্ধান্ত হয়েছে, তাতে হঠাৎ করেই সান্ধ্যকোর্স বন্ধ করা যাচ্ছে না। আস্তে আস্তে বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি শিক্ষার্থীর বিষয়টি বিবেচনায় নিয়ে এমনটি হতে পারে বলে জানান তিনি।
কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, অধিকাংশ সদস্য যে মতামত দেবেন, তার ভিত্তিতে সুপারিশমালা তৈরি করা হবে। প্রাথমিক যে আলোচনা, তাতে সান্ধ্যকোর্স চালু থাকার পক্ষেই সুপারিশ দিতে হবে আমাদের। সেই সুপারিশ শিক্ষা পরিষদের সভায় পেশ করব আমরা। শিক্ষা পরিষদের সদস্যরা সিদ্ধান্ত নেবেন আদতে সান্ধ্যকোর্স বন্ধ হবে কি না। যদি শিক্ষা পরিষদ মনে করেন সান্ধ্যকোর্স বন্ধ হওয়া দরকার, তাহলেই বন্ধ হবে।
এর আগে, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে সান্ধ্যকোর্স বন্ধসহ ১৩টি নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২৫১তম একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করে ১০ জন ডিনকে নিয়ে যৌক্তিকতা যাচাই কমিটি গঠন করা হয়। যৌক্তিকতা যাচাই কমিটি গঠনের পরও থেমে নেই সান্ধ্যকোর্সে ভর্তির কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স চালু আছে ১৪টি বিভাগে ও তিনটি ইনস্টিটিউটে। আইন অনুষদের আইন বিভাগ; বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ; সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ; প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগে চালু রয়েছে সান্ধ্যকোর্স।
এছাড়াও ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজ-ও সান্ধ্যকোর্স পরিচালনা করছে।