Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সার্ভার সমস্যা: হিলিতে আমদানি-রফতানি বন্ধ


১৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৯

হিলি (দিনাজপুর): ভারতের হিলি কাস্টমসের সার্ভারের সমস্যা হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে দুই-দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই ভারতের সার্ভারটি অকেজো হয়ে পড়ে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সার্ভারটি একেবারেই বিকল হয়ে যায়। তখন থেকেই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, রোববার সন্ধ্যার পর থেকে ভারত হিলি কাস্টমসের সঙ্গে ভারতের মালদহ, কলকাতা ও দিল্লির সঙ্গে সার্ভার সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে বাংলাদেশে পণ্য রফতানি নিয়ে বিড়ম্বনায় পড়েন ভারতীয় রফতানিকারকেরা। ফলে সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বাংলাদেশে ভারতীয় পণ্য আমদানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের পানামা পোর্টে আমদানি পণ্যের লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আমদানি-রফতানি বন্ধ সার্ভার বিকল হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর