Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলায় ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক


১৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪২

সারাদেশে চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা। এর আওতায় পুরনো যেকোনো ব্রান্ডের সচল বা অচল সিআরটি, এলসিডি অথবা এলইডি টিভি বদলে গ্রাহকরা আকর্ষণীয় ছাড়ে ওয়ালটনের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কিনতে পারবেন। পাশাপাশি টিভি কিনে রেজিস্ট্রেশন করলে পেতে পারেন ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে দেশব্যাপী ‘টিভি এক্সচেঞ্জ মেলা’ শুরু করেছে ওয়ালটন। এর আওতায় গ্রাহকরা পুরোনো টিভি বদলে ওয়ালটনের যে কোনো মডেলের নতুন টিভি কেনার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

এদিকে দেশব্যাপী ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এখন চলছে সিজন-২। এর আওতায় যে কোনো মডেলের ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। ক্রেতাদের জন্য এই সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত।

ওয়ালটন টিভির মার্কেটিং কো-অর্ডিনেটর শেখ তোফাজ্জল হোসেন সোহেল জানান, গত বছর শুধু সিআরটি ও এলইডি টিভির গ্রাহকরা পুরনো টিভি বদলে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের নতুন টিভি কেনার সুযোগ পেয়েছিলেন। সে সময় গ্রাহক পর্যায়ে ভালো সাড়া ফেলেছিল ওই এক্সচেঞ্জ সুবিধা। ব্যাপক গ্রাহক অনুরোধের প্রেক্ষিতে চলতি মাসে টিভি এক্সচেঞ্জ মেলা শুরু করেছে ওয়ালটন। এবার এলসিডি টিভির গ্রাহকরাও পাবেন এই সুবিধা। সেইসঙ্গে থাকছে ওয়ালটনের যে কোনো মডেলের এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কেনার সুযোগ।

পুরনো টিভি জমা দিয়ে ক্রেতারা ওয়ালটনের স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভির মধ্যে ২৪ হাজার ৯৯০ টাকা দামের ৮১৩ মিলিমিটার বা ৩২ ইঞ্চি টিভি নিতে পারছেন ২১ হাজার ৫’শ টাকায়; ২৯ হাজার ৯’শ টাকা মূল্যের ৯৯১ মিলিমিটার বা ৩৯ ইঞ্চি টিভি ২৫ হাজার ৯’শ টাকায়; ৪৩ হাজার ৯’শ টাকা দামের ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি ৩৮ হাজার ৯’শ টাকায় এবং ৯৯ হাজার ৯’শ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি টিভি ৯০ হাজার ৯’শ টাকায় কেনার সুযোগ রয়েছে।
এক্সচেঞ্জ মেলায় ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ওয়ালটন স্মার্ট এলইডি টিভির মধ্যে ১৯ হাজার ৫’শ টাকা দামের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কেনা যাচ্ছে ১৬ হাজার ৯’শ টাকায়; ২৭ হাজার ৯’শ টাকা দামের ৩৯ ইঞ্চি টিভি ২৪ হাজার ৪’শ টাকায়; ৩১ হাজার ৯’শ টাকা মূল্যের ৪৩ ইঞ্চি টিভি ২৮ হাজার ৪’শ টাকায় এবং ৯৯ হাজার ৯’শ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি ফোর-কে রেজ্যুলেশনের স্মার্ট এলইডি টিভি ৯০ হাজার ৯’শ টাকায়।

বিজ্ঞাপন

‘টিভি এক্সচেঞ্জ মেলা’ সুবিধায় ৫০৮ মিমি বা ২০ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি বর্তমান দাম ১০ হাজার ৯’শ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯’শ টাকায়; ৬১০ মিমি বা ২৪ ইঞ্চি টিভি ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৯ হাজার ৯’শ টাকায়; ৩২ ইঞ্চি ১৫ হাজার ৮’শ টাকার পরিবর্তে ১৩ হাজার ৬’শ টাকায়; ৩৯ ইঞ্চি ২৩ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৪৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাচ্ছে।

এদিকে ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন সিজন-২ এ টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্যাশব্যাকের মাধ্যমে ২৪ ইঞ্চি এলইডি ৮ হাজার ৯৯০ টাকায়; ৩২ ইঞ্চি এলইডি ১১ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি ১৮ হাজার ৯৯০ টাকায়; ৩৯ ইঞ্চি এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট এলইডি ২৩ হাজার ৯৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি ১৯ হাজার ৯৯০ টাকায় ও ২৭ হাজার ৯৯০ টাকায় স্মার্ট এলইডি টিভি কেনার সুযোগ রয়েছে।

ওয়ালটন টিভি বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, চলতি বছর ওয়ালটনের টার্গেট- মিশন ওয়ান মিলিয়ন। অর্থাৎ ১০ লাখ টিভি বিক্রি করা। সেই লক্ষ্যে বাজারে নতুন মডেলের টিভি ছাড়া হচ্ছে। পাশাপাশি টিভি এক্সচেঞ্জ মেলা, ক্যাশব্যাকসহ নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। এদিকে টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা টিভির মানোন্নয়নের পাশাপাশি যুক্ত করছেন লেটেস্ট প্রযুক্তি ও ফিচার। এরইমধ্যে ওয়ালটন টিভিতে যুক্ত হয়েছে দ্রুত গতি সম্পন্ন উইজার-ফ্রেন্ডলী নিজস্ব উদ্ভাভিত ‘জঙঝ’ বা রেজভী অপারেটিং সিস্টেম’। স্থানীয় গ্রাহকদের জন্য ওয়ালটনই প্রথম বাংলা ভয়েস সার্চ অপশন যুক্ত স্মার্ট টিভি বাজারে ছেড়েছে।

জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় টিভির এলজিপি, এলডিপি, সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি করছে ওয়ালটন। টিভি উৎপাদন কারখানাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে ওয়ালটন টিভি অর্জন করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস), স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন অব নাইজেরিয়া প্রোডাক্ট কনফরমিটি এ্যাসেসমেন্ট প্রোগ্রাম এর টেস্টিং সার্টিফিকেটসহ ইউরোপের বিভিন্ন মান সনদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনজ্যুমার ইলেকট্রনিক্স সার্টিফিকেশন (সিইএস), রেস্ট্রিকশন অব হ্যাজার্ডোজ সাবসটেন্সেস (আরওএইচএস), রেজিস্ট্রেশন, ইভাল্যুয়েশন, অথোরাইজেশন অ্যান্ড রেস্ট্রিকশন অব কেমিক্যালস (আরইএসিএইচ)। তাই, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাশাপাশি জার্মানি তথা ইউরোপে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি।

উল্লেখ্য, টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টের পাশাপাশি প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। আছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা। দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টমের আওতায় সারাদেশে রয়েছে ৭৩ টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস।

ওয়ালটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর