Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় মানবপাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার, রোহিঙ্গা উদ্ধার


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪২

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় এক নারীসহ ৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর শাকতলা র‌্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে চৌদ্দগ্রামের ধরকড়া বাজার এবং চিওড়া এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় ৩৯টি পাসপোর্ট, পাসপোর্ট তৈরির সরঞ্জাম, ভুয়া জন্মসনদ তৈরির কাগজপত্র, কম্পিউটার, সাতটি মোবাইল ও নগদ ৬০ হাজার ৫০০ টাকা জব্ধ করা হয়।

বিজ্ঞাপন


র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের উদ্দেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। এরপর পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচার করে।

গ্রেফতারকৃতরা হলো- আবদুর রহিম, কাজী ফয়সল ও মো. ‍নুরুল হক। আসামিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

মানবপাচারকারী রোহিঙ্গা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর