Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে চায় কাতার


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৭

ঢাকা: পারস্য উপসাগরের ধনীদেশ কাতারের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে চায় কাতার। এ পরিপ্রেক্ষিতে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও স্বার্থ সংশ্লিষ্ট চারটি বিষয়ে শিগগিরই সমঝোতা স্মারক সই হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির সঙ্গে প্রথমবারের মতো ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। অন্যদিকে, কাতারের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘বাণিজ্য, শ্রম বাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাতারের সঙ্গে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সুখবর হচ্ছে যে, বাণিজ্য বা ব্যবসা বাড়াতে কাতার অন্য কোনো দেশে নিজেরা যায় না। কিন্তু তারা বাংলাদেশে এসেছে। আগামী দিনগুলোতে দুদেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘কাতার বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে চায়। এ জন্য তারা বাংলাদেশের জন্য তাদের শ্রমবাজার উন্মুক্ত করেছে। কাতার বিশ্বের সর্বাধিক মাথাপিছু আয়সম্পন্ন দেশ। আগামী ফিফা বিশ্বকাপ-২০২২ কাতারে অনুষ্ঠিত হবে। এ জন্য কাতারে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। কাতার ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে মিলে কীভাবে সেখানে কাজ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে।’

আগামী তিনমাসে দুদেশের মধ্যে কমবেশি চারটি সমঝোতা চুক্তি সই হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বিজ্ঞাপন

কাতার দক্ষ জনবল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর