Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে খুন ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৮

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে খুন ও ডাকাতির মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮।

গ্রেফতার দুইজন হলেন, নান্নু দেওয়ান (৩২) ও জলিল দেওয়ান (৩০)। এদের দুজনেরই বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ জানুয়ারি) খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নান্নু দেওয়ান ও জলিল দেওয়ানকে গ্রেফতার করা হয়। এরা খুন ও ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি। স্থানীয়রা তাদের ভয়ে অতিষ্ঠ। এদের দুজনের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় খুন ও ডাকাতিসহ তিনটি করে মামলা রয়েছে।

গ্রেফতারের পর র‌্যাবের ডিএডি শেখ মোফাচ্ছেল হক তাদের মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করেন।

আসামি গ্রেফতার খুনের মামলা ডাকাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর