বিশ্বকাপজয়ী ইমনকে নোয়াখালীতে গণসংবর্ধনা
১৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩২
নোয়াখালী: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে তার নিজ জেলা নোয়াখালী গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে ইমনকে ভালোবাসায় সিক্ত করেন এলাকাবাসী। লায়ন ইসমাইল-ফিরোজ ফাউন্ডেশন এই সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনায় ইমনের সহপাঠী, আত্মীয়-স্বজনসহ দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী অংশগ্রহণ করেন। ইমনকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়।
এর আগে এলাকার যুবক ও তরুণরা ইমনকে মোটরসাইকেল শোভাযাত্রায় সংবর্ধনাস্থলে নিয়ে আসে। আগামীতে আরও ভালো খেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইমন। তিনি সকলের দোয়া চান।
পারভেজ হোসেন ইমন ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের ছেলে। তার বাবা সিরাজ ইসলাম। ইমন তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।