Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির খবর ফাঁস করায় সাংবাদিককে ‘হুমকি’, থানায় ডায়রি


১৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫০

মৌলভীবাজার: শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের অবৈধ বিদ্যুৎ সংযোগ ও নিয়োগ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক হৃদয় দেবনাথকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন রেলওয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারী রবিউল আউয়াল। তিনি আখাউড়া-কুলাউড়া জোনে এলসিডাব্লিওম্যান পদে কর্মরত রয়েছেন। এই ঘটনায় থানায় সাধারণ ডায়রি করেছেন হৃদয় দেবনাথ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মুঠোফোনে রবিউল যোগাযোগ করেন সাংবাদিক হৃদয়ের সঙ্গে। এসময় অশালীন ভাষায় গালাগালি করে তার ‘সাংবাদিকতা’ দেখে নেওয়ার হুমকি দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান প্রদীপ কুমার সাহাকে হুমকির বিষয়টি অবহিত করা হলে তিনি সারাবাংলাকে বলেন, অভিযোগ পেলে আমি তদন্ত করে ব্যবস্থা নিব!

এর আগে, ৭ ফেব্রুয়ারি ‘রেলওয়ে বিদ্যুৎ বিভাগ কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ’ শিরোনামে সারাবাংলায় সংবাদ প্রকাশিত হয়। এরপর রবিউল গোপনে তার লোকজন নিয়ে এসে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের আশপাশের অবৈধ অনেক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী রেলওয়ে প্লাটফর্মের দোকানদার মুস্তফা মিয়া বলেন, চার-পাঁচজন লোক নিয়ে এসে রবিউল ৮ ঘণ্টা ধরে অবৈধ অনেক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আফসার উদ্দিনও এই ঘটনা নিশ্চিত করেছেন। ঢাকা এবং আখাউড়া থেকে লোক এনে রবিউল অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজ করেছেন বলে জানান তিনি।

সাংবাদিককে হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর