Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনকে মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৪

নারায়ণগ‌ঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘মাদক থেকে তরুণ সমাজকে মুক্ত রাখতে সবার আগে পরিবারকে সচেতন হতে হবে। ব্যস্ত বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের অবশ্যই সন্তানকে সময় দেওয়া উচিত। তারা কি করছে, কোথায় যাচ্ছে সে ব্যাপারেও নজর দিতে হবে। কেউ মাদকে আসক্ত হলে শুধু ওই পরিবার নয়, পুরো সমাজ এবং দেশও ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনকে মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে।’

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চানমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে আমি যুদ্ধে গিয়েছিলাম। গেরিলা যোদ্ধা ছিলাম। খেতাব পেয়েছি। আমাদের সঙ্গে ১৫ জন শহীদ হয়। ১২জন বেঁচে ছিলেন, তার মধ্যে ৪জন বীর প্রতীক খেতাব পেয়েছেন। যার মধ্যে ৩ জন মারা গেছেন, আমিই বেঁচে আছি। ভাবতে পারিনি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন করতে পারবো।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমসহ অনেকে।

তরুণ সমাজ বস্ত্র ও পাটমন্ত্রী মাদক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর