Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বাস হয় না খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো: ড. মঈন


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৬

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আজ বাংলাদেশের বাস্তবতাকে অস্বীকার করে আমার বিশ্বাস হয় না খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। এটাই বাস্তবতা, এটাই কঠিন সত্যি।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে গণতন্ত্র ফোরাম আয়োজিত বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বেগম জিয়াকে কিভাবে মুক্ত করতে পারবো তা বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করেই আমাদের ঠিক করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা।

বিজ্ঞাপন

বর্তমান সরকারের সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সরকার দেশের জনগণকে ভয় পায়। শুধু তাই নয়, দেশের সবচেয়ে ক্ষমতাশালী নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকেও ভয় পায় সরকার। কারণ একটাই, বেগম জিয়ার সঙ্গে রয়েছে দেশের ১৭ কোটি জনগণ।’

সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। আজকে যদি দেশে সেই গণতন্ত্রই অনুপস্থিত থাকে, তাহলে কেন কোটি কোটি মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল? আমরা গণতন্ত্রে বিশ্বাসী। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে চাই। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ অস্বাভাবিক আচরণ করে, সরকারও তেমন অস্বাভাবিক আচরণ করছে। এবারের সিটি নির্বাচনে ৮০ শতাংশ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।’

প্রতিবাদ সভায় নাগরিক ঐক্যের আহব্বায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা আছে এবং দল যদি ঠিকভাবে নেতৃত্ব দেয় তাহলে বেগম জিয়া বীরের বেশে জেল থেকে বেরিয়ে আসবেন। তাঁকে অন্যায়ভাবে জেলে রেখেছে বর্তমান সরকার। আমি বিএনপির সঙ্গে আছি। আমি শুধু দেখতে চাই, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি কি কর্মসূচি দিতে পারে। মূ লত বিএনপি নেতাদেরই এ সিদ্ধান্ত নিতে হবে। ’ এ লড়াই আগামী দিনের লড়াই, বিজয়ের লড়াই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

খালেদা জিয়া খালেদা জিয়ার কারামুক্তি ড. মঈন খান

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর