Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুইপের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই পুলিশ কর্মকর্তা


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৬

ঢাকা: জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পুলিশ পরিদর্শক (বরখাস্ত) মাহমুদ সাইফুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য উপস্থাপনের মাধ্যমে মানহানি করার অভিযোগে এই মামলা করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মামলাটির প্রতিবেদন দাখির করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির স্যোশাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক নাজমুল নিশাত। এরপর গত ১২ ফেব্রুয়ারি প্রতিবেদনটি আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারি করেন।

পরোয়ানা জারির তিন দিন পর এ আসামি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম এ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ৫ এপ্রিল পর্যন্ত জামিনের আদেশ দেন।

২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছরে ১৮০ কোটি টাকা জুয়ার আসর থেকে আয়ের অভিযোগ করে স্ট্যাটাস দেওয়ায় অভিযোগে মাহমুদ সাইফুল করিমের বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী মামলাটি দায়ের করেন।

মামলার প্রতিবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বাদীর বিরুদ্ধে আসামির দেওয়া বিতর্কিত পোস্টটি বিভিন্ন জাতীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে ব্যাপক প্রচার ও প্রকাশ হয়। এতে বাদী সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ও বন্ধু মহলে বিরক্ত, অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন হন। সামাজিক, পারিবারিক ও বন্ধু মহলে মানহানি ঘটে। যার ফলে বাদীর নির্বাচনী এলাকায় শান্তিপ্রিয় জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয়।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা মানহানির মামলা হুইপ শামসুল হক চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর