Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজে গতি আনতে মন্ত্রিসভায় রদবদল: কাদের


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০১

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাজে গতি আনতে মন্ত্রিসভায় সামান্য রদবদল করা হয়েছে। এই পরিবর্তনে কোনো মন্ত্রীকে ছোট করা হয়নি। এটা গতানুগতিক স্বাভাবিক নিয়ম। তবে শিগগিরই আর কোনো পরিবর্তন আসছে না মন্ত্রিসভায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সংবাদ এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কাজের গতির জন্য সম্প্রসারণটা হচ্ছে। হয়তো আমি যে জায়গায় আছি প্রধানমন্ত্রী মনে করছেন আমাকে অন্য আরেকটা স্থানে দিলে পারফরমেন্সটা আরও ভালো হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর কোনো ডিমোশন হলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ডিমোশন-প্রমোশনের কোনো বিষয় না; মন্ত্রী মন্ত্রীই। মন্ত্রনালয় মন্ত্রণালয়ই। গৃহায়ণমন্ত্রী যে মন্ত্রণালয়টা পেয়েছেন সেটাতো এখন সারাবিশ্বে বেশ ভালো পজিশনে আছে। মাছ রফতানিতে আমরা খুবই বর্ধমান। মাছের আয়ের ক্ষেত্রে দেশের পজিশন অনেক হাই। সেদিক থেকে বিচার করলে এই মন্ত্রণালয়কে খাটো করে দেখা যায় না। গণপূর্তে এক রকমের কাজ, মৎস্য ও প্রাণি সম্পদে আরেকরকম কাজ। সব জায়গাতে কাজ আছে। এখন প্রশ্নটা হচ্ছে, কাকে দিয়ে কোনো জায়গায় পারফরমেন্স ভালো হবে সেটা প্রধানমন্ত্রী নির্ধারণ করবে।’

ভলো কাজের জন্য ভালো পুরস্কার বা সতর্ক বার্তা কি-না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাকে দিয়ে কাজটা ভালো হবে সেটা প্রধানমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। হয়তো তিনি মনে করেছেন, গণপূর্তের চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদে গৃহায়ণমন্ত্রী আরও ভালো কাজ করবে, কাজে আরও গতি পাবে, সেজন্য তাকে এখানে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের মন্ত্রিসভা রদবদল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর