Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কেজরিওয়াল


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৫

দিল্লির রামলীলা ময়দানে উত্থান হয়েছিলো অরবিন্দ কেজরিওয়ালের। এ ময়দানে লোকপাল বিল আন্দোলনের মঞ্চ থেকে রাজনৈতিক জীবনের হাতেখড়ি তার। রামলীলা ময়দানেই তৃতীয়বারের মত দিল্লি প্রধান হিসেবে শপথ নিলেন তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় কেজরিওয়ালের মন্ত্রীসভার আরও ৬ সদস্যও শপথ নিয়েছেন। এর আগের দুবারও দিল্লির রামলীলা ময়দানেই শপথ নিয়েছিলেন আম আদমি পার্টির এই নেতা।

বিজ্ঞাপন

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেও আসনের দিক থেকে এ রাজ্যে প্রধান বিরোধীদল বিজেপির কোনো নেতাকে আমন্ত্রণ জানায়নি আম আদমি পার্টি। তবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায়  শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি নরেন্দ্র মোদী।

ভারতে সাধারণত রাজ্যে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়। তবে আম আদমির পক্ষ থেকে এবার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দিল্লির বিধানসভা নির্বাচন। রাজ্যের ৭০টি আসনের মধ্যে ৬২ আসনেই জয় পায় আম আদমি পার্টি। অপরদিকে বিজেপি পায় ৮টি আসন।

অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর