Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামের বাদিয়া মার্কেট এলাকার একটি রাইস্ মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ৯ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সোলায়মাb আলী (৪০)। তার বাড়ি রাজাগাঁও গ্রামে।

আহতরা হলেন, মিল মালিক রুহুল আমীন (৬০), মমতাজ (৪২), বাদল (২৮), জহুরুল (৪৫), আরিফ (৮), আরফিনা (১৫), নৃপেন চন্দ্র রায় (২৮), তুলসি বর্মন (২৯) ও লাকী বেগম (৪০)। এরা সবাই চাতাল শ্রমিক।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মতুর্জা জানান, সকালে রাইস মিলে কাজ করার সময় এর বয়লার বিস্ফোরিত হয়। এসময় এক শ্রমিক মারা যান। স্থানীয়রা আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল ইসলাম চপল বলেন, আহতদের অবস্থা এখন আশঙ্কামুক্ত। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

বয়লার বিস্ফোরণ রাইস মিলের বয়লার বিস্ফোরণ