হঠাৎ আগুনে পুড়ল ফতুল্লার ইসদাইর বস্তির ৬০ ঘর
১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৬
নারায়ণগঞ্জ: আগুনে পুড়ে গেছে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজারের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বস্তির অন্তত ৬০টি ঘর। এখানে বেশ কিছু ঝুট কাপড়ের গোডাউনও ছিল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত ৩টার দিকে ইসদাইর এলাকার ওই বস্তিতে আগুন লাগে। যেখানে আগুন লাগে সেখানে ঘরসহ ছিল বেশ কিছু ঝুট কাপড়ের গোডাউন। ফলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। তবে এরই মধ্যে পুড়ে যায় ৬০টি ঘর।
আগুনে কেউ হতাহত হয়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে আগুন লেগেছে তা তদন্ত শেষ হলে বলা যাবে।