ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫২
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফলে ঘাটের দুই পাশে আটকে রয়েছে কয়েকশ বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের ছোট যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, শনিবার মধ্যরাত থেকে পদ্মা নদী ঢেকে যেতে থাকে ঘন কুয়াশার চাদকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত ২টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে ঘাটের দুই পাড়েই বাড়তে থাকে অপেক্ষমান যানবাহনের সারি।
কুয়াশা কেটে গেলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান এই কর্মকর্তা জানান।
ঘন কুয়াশা টপ নিউজ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ফেরি চলাচল বন্ধ