‘উন্নয়নের গতি অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’
১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৭
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কে ভোট দিল, কে দিল না, তা বিবেচনা করে না আওয়ামী লীগ সার্বিক উন্নয়নে বিশ্বাসী। পাশাপাশি দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে ৫টি সংসদীয় আসনে উপ-নির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঠিক করতে সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা সভা শেষে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জনগণের কাছে যাবেন, গিয়ে ভোটের কথা বলেন। একটা আদর্শ নিয়ে যখন রাজনৈতিক কর্মী এগিয়ে যায় তখন কোনো বাধাই বাধা হয় না। যদি সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে বলতে পারেন, তারা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবে।’
এ সময় তিনি সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার নির্দেশ দেন।