শখের কবুতর আনতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৭
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে কামরুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কামরুলের বাবা আবুল কালাম জানান, দুই ছেলের মধ্যে কামরুল ছিল বড়। কামরুল পড়ালেখা করত না। ছাদে শখ করে কবুতর পুষত। বিকেলে তার একটি কবুতর পাশের আরেকটি ভবনের ছাদে চলে গেলে সে ছাদ থেকে লাফিয়ে পাশের ভবনের ছাদে যাওয়ার চেষ্টা করে। তখন দুই ভবনের মাঝখান দিয়ে নিচে পড়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চানপুর গ্রামের কালাম হোসেনের ছেলে কামরুল। পরিবারের সঙ্গে দনিয়া রসুলপুর ২৯০ নম্বর বাসায় ভাড়া থাকত।