Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিছিলের অনুমতি না পেয়ে চট্টগ্রামে পুলিশ প্রহরায় বিএনপির সমাবেশ


১৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলের অনুমতি না পেয়ে পুলিশ প্রহরায় বিক্ষোভ সমাবেশে করেছে মহানগর বিএনপি। কর্মসূচি উপলক্ষে সমাবেশস্থলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে চত্বরে কেন্দ্রঘোষিত এই সমাবেশ হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন ‘বিক্ষোভ সমাবেশে পুলিশের এতো উপস্থিতি দেখে মনে হচ্ছে দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। তারা মনে করেছিল, বিএনপি নেতাকর্মীরা ভয় পেয়ে সমাবেশে আসবে না। কিন্তু সব বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেছেন এবং সমাবেশ সফল করেছেন।’

একই সমাবেশে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন বলেন, ‘স্বাভাবিক উপায়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে না সরকার। তার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই।’

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘আজকের এই সমাবেশ হওয়ার কথা ছিল না। কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল করার কর্মসূচি ছিল। কিন্তু প্রশাসন ও সরকার বিএনপিকে নিয়ে ভয়ে আছে। সে জন্য বিএনপিকে মিছিল করার সুযোগ দেয়নি।’

নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ সমাবেশে সভাপতিত্ব করেন।

চট্টগ্রাম বিএনপি বিএনপি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর