Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাচারের সময়’ জব্দ ৯ হাজার লিটার জ্বালানি তেল, গ্রেফতার ২


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৭

চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলী নদীপথে আসা প্রায় ৯ হাজার লিটার ফার্নেস তেল খালাসের পর ‘পাচারের সময়’ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় ফার্নেস তেলবাহী একটি ট্যাংকার জব্দ ও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শুলকবহর এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশপথ থেকে ট্যাংকার বোঝাই এই জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন, অয়েল ট্যাংকারের চালক মো. রহমান (৩৪) এবং রিজোয়ানুল ইসলাম (৩৫)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ সারাবাংলাকে জানান, জব্দ ট্যাংকার ও তেল গ্রেফতার রিজোয়ানুলের দুলাভাইয়ের। এসব ফার্নেস অয়েল শুক্রবার রাতে ট্রলার থেকে খালাস হয় কর্ণফুলী নদীপথে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারের ব্রিজ ঘাট এলাকায়। ট্যাংকারে করে তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সীতাকুণ্ড উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে সেগুলো জব্দ করা হয়েছে।

এএসপি তারেক বলেন, ‘তেলগুলো বৈধভাবে আসেনি। সাগরপথে দেশের বাইরে থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে ঢুকতে পারে। অথবা সরকারি জাহাজ থেকে রাতের আঁধারে চুরি করা হতে পারে। এটা আমরা তদন্ত করে দেখব।’

গ্রেফতার চট্টগ্রাম জ্বালানি তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর