Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না পাকিস্তান-ভারত’


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৩

বগুড়া: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। দেশ আজ পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে। তারা (পাকিস্তান-ভারত) আজ বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে করতোয়া মাল্টি মিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোস্তাফা জব্বার বলেন, ‘অর্থনৈতিক সূচকে অনেক এগিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশ। অর্থনৈতিক ও তথ্য প্রযুক্তিতে এশিয়ার অনেক দেশক পেছনে ফেলতে সক্ষম হয়েছে। দেশের মেয়েরা আজ ডাক বিভাগের গাড়িচালক থেকে বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনীতে উচ্চ পদে কাজ করছে। মেয়েদের এই উত্থান সবাইকে অবাক করে দিয়েছে। ’

বিজ্ঞাপন

জাতি গঠনে তথ্য-প্রযুক্তির বিকল্প নেই। জানিয়ে মন্ত্রী বলেন, ‘তথ্য-প্রযুক্তি থেকে নতুন প্রজন্মকে দূরে রাখা যাবে না। তবে এর যে সব মন্দ দিক আছে নতুন প্রজন্মকে তা থেকে সতর্ক করে দিতে হবে। তথ্য প্রযুক্তিতে নতুন প্রজন্ম বয়স্কদের চেয়ে অনেক এগিয়ে। ভবিষ্যতে আমাদের রোবট প্রযুক্তি নিয়ে প্রস্তুতি নিতে হবে। ‘

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে ক্ষমতায় এসেছেন। সেভাবে দেশ এগিয়ে চলেছে। ২০২০ সাল অনেক গুরুত্বপূর্ণ, মুজিব জন্মশতবার্ষিকী ও দেশের ৫০ বছর পূর্তি হবে। এর জন্য নানা আয়োজন চলছে। দেশের নতুন প্রজন্মকে এতে সম্পৃক্ত করতে হবে।’

বিজ্ঞাপন

বগুড়া করতোয়া মাল্টি মিডিয়া স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক লালু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই, প্রতিষ্ঠানে অধ্যক্ষ ছামসুল আলম, অভিভাবক বজলুর রশিদসহ অন্যরা।

তলাবিহীন ঝুড়ি পাকিস্তান-ভারত বগুড়া মোস্তাফা জব্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর