Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিতে পৃথক তিন হামলায় নিহত ৩০


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২২

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বন্দুকধারীদের পৃথক তিন হামলায় অন্তত ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯ সৈন্য রয়েছেন। এখনো কোনো ব্যক্তি বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। প্রত্যন্ত গ্রাম থেকে সরকারি সেনাদের সরিয়ে নিলে এই হামলা চালানো হয়। খবর বিবিসির।

মধ্য-মালিতে বন্দুকধারীরা হামলা চালালে ২১ জন মারা যান। হামলাকারীরা বাড়িঘর, খাদ্য-শস্য ও গবাদি পশু পুড়িয়ে দিয়েছে। এছাড়া, গাও অঞ্চলে সামরিক ঘাঁটিতে হামলায় ১ সেনা ও অতর্কিত গুলিবর্ষণে আরও ৮ সেনার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

কোনো গোষ্ঠী এখনো হামলার দায়িত্ব স্বীকার করেনি। আলি ওসমান ব্যারি নামের এক গ্রাম প্রধান স্থানীয় গণমাধ্যমকে বলেন, সরকার সেনাদের সরিয়ে নেওয়ার কয়েক-ঘণ্টার পর বন্দুকধারীরা হামলা চালায়।

২০১২ সাল থেকে মালিতে জাতিগত অস্থিরতা ও সহিংসতা বিরাজ করছে। এই সংঘাত মূলত ফুলানি ও ডংগো সম্প্রদায়ের মধ্যে। ফুলানিরা মুসলিম পশুপালক। ডংগোরা বেশিরভাগই প্রাচীন ধর্মের অনুসারী। সম্প্রতি ডংগোরা মুসলিম ফুলানিদের জঙ্গি উপাধি দিলে দুই সম্প্রদায়ের সহিংসতা বৃদ্ধি পায়।

বন্দুকধারীর হামলা মালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর