Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসিতে মশা নিধন কর্মসূচির উদ্বোধন


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৯

ঢাকা: এডিস ও কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ ‘মশক নিধন কর্মসূচি’র উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-৪ নং ওয়ার্ডের বিজয়-রাকিন সিটি গেট এলাকা থেকে দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জামাল মোস্তফা বলেন, ‘শীত শেষ হওয়ার আগেই কিছুটা মশার আর্বিভাব শুরু হয়েছে। এখন তাদের ওপর যদি অ্যাটাক করতে পারি তাহলে আমরা তাদের ধ্বংস করতে পারবো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা এজন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বিদ্যুৎ ডিপার্টমেন্ট, কনজারভেনসিভ এবং স্বাস্থ্য বিভাগ সমন্বয় করে কাজ শুরু করেছি। ঢাকা উত্তর সিটিকে মশামুক্ত রাখার জন্য এই পরিকল্পনা। মানুষকে দেখানোর জন্য কোনো কিছু না। মানুষ আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।’

প্রত্যেকটি সেক্টরে মশা মারা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে সুন্দর করবো, রাস্তাগুলো প্রশস্ত ও টেকসই করবো। সব মিলে কাজ শুরু করেছি। এই টার্মে আমারা মশামুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছতাকে গুরুত্ব দিয়ে কাজ করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগিডিয়ার জেনারেল মো. মমিনুর রহমান মামুন, স্বাস্থ্য বিভাগের উপপ্রধান লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সরোয়ার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কমোডোর মঞ্জুর হোসেন, উত্তর সিটি করপোরেশনরে সচিব রবীন্দ্র বড়ুয়া ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ।

ঢাকা নিধন মশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর