কোস্ট গার্ড পদক পেলেন ৪০ সদস্য ও কর্মকর্তা
১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৬
ঢাকা: কোস্ট গার্ডের উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদক পেয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ সদস্য ও কর্মকর্তা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রজতজয়ন্তীতে (২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী) এ পদক দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোস্টগার্ড সদস্যদের হাতে পদক তুলে দেন।
বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়।