গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৪
গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজেন্দ্রপুর, শ্রীপুরের জৈনাবাজার ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে রাজেন্দ্রপুর এলাকায় বাস কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন ও আহত হন অন্তত ১৭ জন। নিহতরা দুর্ঘটনাকবলিত এনা পরিবহনের বাসের হেলপার ও সুপারভাইজার বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যাওয়ার পথে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, তার বডিগার্ড এসআই আব্দুল বারেক ও গাড়ির চালক হেলাল উদ্দিন।
পরে তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে নেয়া হয়। এখন তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, বিভাগীয় কমিশনারের মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।
এছাড়া, শ্রীপুর উপজেলার জৈনা বাজার ও গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় গাড়ি চাপায় দুইজনের মৃত্যু হয়েছে।