সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ইউরোপ ঘিরে বাঁধ তৈরির প্রস্তাব
১৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৬
বৈশ্বিক উষ্ণতা যেহেতু থামানো যাচ্ছে না, মেরু অঞ্চলের বরফ গলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। তাই উত্তর মহাসাগরে বিশাল আকারের দুটি বাঁধ তৈরি করে ইউরোপকে রক্ষার প্রস্তাব দিয়েছেন বিজ্ঞানীরা।
দুটি বাঁধের একটি হবে নরওয়ে থেকে স্কটল্যান্ড পর্যন্ত। অন্যটি হবে ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত। জলবায়ূ পরিবর্তনের আগাম সতর্কতা হিসেবে বাঁধ দুটি কাজে লাগবে বলেও মনে করছেন ওই বিজ্ঞানীরা।
প্রস্তাবিত প্রথম বাঁধটির দৈর্ঘ্য হবে প্রায় ৩০০ মাইল এবং বাঁধটি স্কটল্যান্ড থেকে নরওয়ে উপকূল পর্যন্ত বিস্তৃত হবে। অন্যটির দৈর্ঘ্য হবে প্রায় ১০০ মাইল। বিজ্ঞানীদের প্রস্তাবিত বিশাল বাঁধ দুটি উত্তর মহাসাগরের উচ্চতা বৃদ্ধির ভীতি থেকে ইউরোপের হাজারও মানুষকে রক্ষা করবে।
এছাড়া বাঁধ তৈরির প্রস্তাবকারী বিজ্ঞানী আমেরিকান জার্নাল অব মেটিওরোলজিতে বিস্তারিত বর্ণনা করে একটি নিবন্ধও লিখেছেন।
তার প্রস্তাবনা অনুযায়ী, বাঁধ দুটি নির্মিত হলে তা হবে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রকৌশলগত কাজ। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৫০ বিলিয়ন থেকে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।
উত্তর ইউরোপের দেশগুলো যৌথভাবে এর অর্থ সরবরাহ করতে পারে বলেও তার প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
তবে অনেক বিজ্ঞানী এই প্রক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চাতা বৃদ্ধি থেকে ইউরোপকে রক্ষার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।
ক্রেইগ গফ, যিনি প্রায় ২০ বছর ধরে ব্রিটেনে ড্যাম সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো, ‘সংশয়’।
তিনি বলেন, ইউরোপ ঘিরে ড্যাম তৈরির চেয়ে উত্তর সাগরের উপকূলজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অনেক সহজ ও সাশ্রয়ী হবে।’
তবে প্রস্তাবকারী বিজ্ঞানী নিজেও স্বীকার করেছেন ইউরোপ ঘিরে বাঁধ তৈরি আদর্শ কোনো সমাধান নয়।
সূত্র: নিউইয়র্ক টাইমস